পাকিস্তানে তিন অভিযুক্ত খালাস

২০০৮ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ডেনিশ দূতাবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে ইসলামাবাদের একটি আদালত গতকাল এ রায় দেন।
আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে মোহাম্মদ তায়েব নামের একজন আইনজীবী বলেছেন, ‘আদালত অভিযুক্ত তিন ব্যক্তিকে খালাস দিয়েছেন। অথচ আমরা আদালতে ৩২ জন প্রত্যক্ষদর্শীকে হাজির করেছিলাম। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে ওই তিনজনকে হামলাকারীদের হামলা চালাতে নির্দেশ দিতে দেখেছেন। পরে থানায়ও অভিযুক্ত তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়। কিন্তু তার পরও বিচারক পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ার কথা বলেছেন।’

No comments

Powered by Blogger.