চিলির দুর্ঘটনাকবলিত খনি কোম্পানির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

চিলির যে খনিতে ৩৩ জন শ্রমিক ৫০ দিন ধরে আটকা পড়ে আছেন, সেই খনি কোম্পানির সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন সে দেশের একটি আদালত।
চিলি সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন সে দেশের কর্মকর্তারা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সরকারের যে খরচ হচ্ছে, সেটি পুষিয়ে নেওয়ার জন্য সরকার আদালতের প্রতি ওই অনুরোধ জানায়।
তবে সানইস্ট কোম্পানির মালিকানাধীন ওই রুপা ও স্বর্ণের খনিটি দুর্ঘটনার আগে থেকেই অর্থসংকটে জর্জরিত ছিল। এখন আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য লাখ লাখ ডলার খরচ হচ্ছে। ফলে কোম্পানিটির দেনার পরিমাণ আরও বেড়ে যাবে। বর্তমানে কোম্পানিটির ঋণের পরিমাণ প্রায় এক কোটি মার্কিন ডলার। পাওনাদারেরা এরই মধ্যে কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.