অল ইংল্যান্ড ক্লাবে রঙিন পোশাক

অল ইংল্যান্ড ক্লাবে রঙিন পোশাকে টেনিস! খেলোয়াড়দের কাছে এত দিন যা স্বপ্ন হয়েই ছিল, আগামী দুই বছরের মধ্যে সেটা ধরা দেবে বাস্তবতা হয়ে। তবে উইম্বলডনে নয়, ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেনিস কোর্টে রঙিন পোশাকে খেলার অনুমতি দেওয়া হচ্ছে লন্ডন অলিম্পিকে। অল ইংল্যান্ড ক্লাবের সাদা-প্রীতি অনেক পুরোনো। উইম্বলডনই হোক কিংবা অন্য কোনো টুর্নামেন্ট—১৪২ বছরের পুরোনো অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচ খেলার সময় সাদা পোশাক পরতে হয় প্রতিযোগীদের। ২০১২ অলিম্পিকে টেনিস খেলোয়াড়েরা নিজেদের পছন্দ মতো রঙিন পোশাক পরতে পারবেন বলে জানিয়েছেন লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির ক্রীড়া পরিচালক ডেবি জেভান্স। তবে কোর্ট থাকবে সেই ঘাসেরই।

No comments

Powered by Blogger.