তামিল অভিবাসীদের খুঁটিনাটি পরীক্ষা করে দেখছে কানাডা

শ্রীলঙ্কা থেকে গত শুক্রবার জাহাজে কানাডায় যাওয়া প্রায় ৫০০ তামিল আশ্রয়-প্রার্থীর খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
থাই পতাকাবাহী এমভি সান সি জাহাজটি কানাডার জলসীমায় প্রবেশের পর কানাডা নৌবাহিনীর একটি ফ্রিগেট এটিকে আটক করে কানাডার বন্দরে নিয়ে আসে। কর্তৃপক্ষ এক এক করে ৪৯০ জন অভিবাসীকে জাহাজ থেকে বের করে আনে। এ সময় তাঁদের কালো ছাতা দিয়ে আড়াল করে রাখা হয়। এরপর সশস্ত্র সেনা প্রহরায় বাসে করে তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির রব জনস্টন বলেন, তাঁদের সাক্ষাৎকার নিতে দুই থেকে তিন দিন সময় লাগবে। জননিরাপত্তা-বিষয়কমন্ত্রী ভিক টোয়েন সাংবাদিকদের জানান, ‘অপরাধী বা সন্ত্রাসীরা যাতে আমাদের কাছে আশ্রয় গ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

No comments

Powered by Blogger.