কাশ্মীরে কারফিউ জোরদার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান কারফিউ গতকাল শনিবার আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গত শুক্রবার বিদ্রোহীদের হাতে চার ব্যক্তি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে। গত শুক্রবার সংঘটিত এ সংঘর্ষে ৩০ জন নিরাপত্তাকর্মী এবং ১০ জন নাগরিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাত্র ও একজন বৃদ্ধ। এ ঘটনার পর পুলিশ শ্রীনগরে কারফিউ জোরদার এবং সংঘর্ষকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করে।
প্রধান জেলা ম্যাজিস্ট্রেট মেরাজ কাকরু বলেন, ‘শ্রীনগরে আইন এবং নিয়মশৃংখলা বজায় রাখতে আমরা কারফিউ জোরদার করেছি।’ সেনারা কারফিউ জোরদার করতে গতকাল সকাল থেকে শ্রীনগরের রাস্তায় টহল দিতে শুরু করেছে। এমন সময় এ হত্যার ঘটনা ঘটেছে, যখন সমগ্র ভারতে স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি চলছে।
গত দুই মাসে বিদ্রোহীদের হাতে এ অঞ্চলে প্রায় ৫৫ ব্যক্তি নিহত হয়েছে। বিদ্রোহীদের হাতে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর ও যুবক। প্রতিটি মৃত্যুর ঘটনাই ‘সহিংসতার চক্র’ তৈরি করে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

No comments

Powered by Blogger.