৬০ কোটি ডলারের সীমান্ত বিলে সই ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ৬০ কোটি ডলারের একটি বিলে সই করেছেন। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছে।
দক্ষিণ-পশ্চিম সীমান্তে মোতায়েনের জন্য এক হাজার টহল এজেন্ট নিয়োগ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারির কাজে ব্যবহূত প্রযুক্তিসহ আরও কিছু কাজে এই তহবিল ব্যয় হবে।
নতুন করে ২৫০ জন ইমিগ্রেশন ও কাস্টমস এজেন্টের জন্যও এই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার বিলটি পাসের পর এক বিবৃতিতে ওবামা বলেন, নতুন এই বিল মেক্সিকোর সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করবে এবং উভয় দেশের সীমান্তে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে মোকাবিলায় সাহায্য করবে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জেনেট নেপোলিতানো সাংবাদিকদের বলেন, সীমান্তের জন্য নতুন করে টহল এজেন্ট নিয়োগ, তাঁদের প্রশিক্ষণ ও মোতায়েনে আট মাস সময় লাগবে।

No comments

Powered by Blogger.