ধোনির ‘ওয়াকআউট’

রানের হিসাবে নিজেদের ইতিহাসের চতুর্থ বৃহত্তম পরাজয়ের পরই মহেন্দ্র সিং ধোনি উইকেট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার সেই ডাম্বুলার উইকেটের কারণে রাগে অনুশীলন বর্জন করে বেরিয়ে গেলেন ভারতীয় অধিনায়ক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গতকাল ডাম্বুলার অনুশীলন উইকেটেও অননুমিতভাবে লাফালাফি করছিল বল। ও রকমই লাফিয়ে ওঠা একটা বলে হাতে চোটও পেয়েছেন ওপেনার দিনেশ কার্তিক। এমনকি এই চোট শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালকের ম্যাচে নাকি অনিশ্চিতও করে ফেলেছে কার্তিককে। ওয়েবসাইট।
আর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোটে ভীষণ চটেছেন ধোনি। ঘটনার পরপরই রেগেমেগে অনুশীলন ছেড়ে হোটেলে চলে গেছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।
কিন্তু পুরো ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় দলের ম্যানেজার রঞ্জীব বিসওয়াল। কার্তিকের ইনজুরি বা ধোনির ‘ওয়াকআউট’ নিয়ে কথা বলেননি তিনি। তবে তিনি উইকেট নিয়ে কিছু সমস্যার কথা স্বীকার করেছেন, ‘স্টেডিয়ামে অনুশীলন সুবিধা খারাপ নয়। তবে উইকেট অনুশীলনের জন্য আদর্শ নয়। উইকেটের জন্য আমাদের সমস্যা হচ্ছে।’

No comments

Powered by Blogger.