কেঅ্যান্ডকিউর শেয়ার লেনদেন ৫২ মিনিট স্থগিত

কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ আজ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন ৫২ মিনিট স্থগিত করে।
এর আগে ডিএসই প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে একটি কারণ দর্শানো নোটিশ ইস্যু করে। কিন্তু প্রতিষ্ঠানটি সেই কারণ দর্শানো নোটিশের উত্তর দিতে দেরি করায় আজ সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ডিএসইর নোটিশের উত্তরে প্রতিষ্ঠানটি তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য না থাকার কথা জানালে বেলা ১১টা ২২ মিনিটে শেয়ার লেনদেন আবারও শুরু হয়। এদিকে ডিএসই কেঅ্যান্ডকিউয়ে বিনিয়োগ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে।

No comments

Powered by Blogger.