কিউবার বিপ্লবী নেতার ভিন্নমতাবলম্বী ছেলে যুক্তরাষ্ট্র গেলেন

কিউবার বিপ্লবী এক নেতার ভিন্নমতাবলম্বী ছেলে অবশেষে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র যেতে পেরেছেন। ভ্রমণের সাত বছরের নিষেধাজ্ঞা থাকার পর কিউবা কর্তৃপক্ষ দেশত্যাগের অনুমতি দিলে যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি। গত শুক্রবার মিয়ামিভিত্তিক যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এ খবর জানিয়েছে।
হুয়ান হুয়ান আলমেইদা (৪৩) নামের ওই আইনজীবী কিউবার মরহুম বিপ্লবী হুয়ান আলমেইদা বস্কের ছেলে। ২০০৯ সালের সেপ্টেম্বর বস্কের মৃত্যু হয়।
২০০৯ সালে অবৈধভাবে কিউবা ত্যাগের চেষ্টা করলে আলমেইদাকে গ্রেপ্তার করা হয়। পরে দেশত্যাগের অনুমতি পেতে কারাগারে অনশন শুরু করেন তিনি। কমিউনিস্ট-শাসিত কিউবার রোমান ক্যাথলিক প্রধান হেইম ওর্তেগার মধ্যস্থতায় অবশেষে দেশত্যাগের অনুমতি পান আলমেইদা। এই সপ্তাহে কিউবা ত্যাগের পর মেক্সিকো থেকে একটি বিমানে করে গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্ত্রী ও মেয়ের সঙ্গে পুনরায় মিলিত হন।

No comments

Powered by Blogger.