পাকিস্তানের সমব্যথী জিম্বাবুয়ে

সেই ২০০৯-এর মার্চে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসী হামলার পর থেকেই নিজের দেশেই পরবাসী পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট। সেদিন থেকেই ক্রিকেট-বিশ্বে ঘুরে ফিরছে একটি প্রশ্ন, আবার কবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে পাকিস্তান?
অল্প কিছুদিনের মধ্যেই হয়ত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কথা সত্যি হলে খুব দ্রুতই পাকিস্তানে হতে পারে পাকিস্তান-জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজ। না, পাকিস্তান জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায়নি। জিম্বাবুয়ে নিজে থেকেই পাকিস্তান সফর করতে চাইছে। ‘একঘরে’ পাকিস্তানের প্রতি জিম্বাবুয়ের এমন সহানুভূতি দেখানোর কারণ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা। অবশ্য টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়া জিম্বাবুয়েরও এতে উপকার হবে বৈকি!
পিসিবির মিডিয়া ম্যানেজার নাদিম সরওয়ার বলেছেন, ‘তারা (জিম্বাবুয়ে) এখানে আসতে চায় এবং বন্যার্তদের সাহায্যে একটি সিরিজ খেলতে চায়। তারা তারিখ এবং সফরের সূচি দিতে বলেছে।’
বন্যায় প্রাণ হারিয়েছে দেড় হাজারের বেশি মানুষ। ভেসে গেছে গ্রামের পর গ্রাম। লাখ লাখ মানুষ ঘরছাড়া। বন্যাদুর্গতদের দুঃখে দুঃখী সবাই। তবে অনুশোচনার মধ্যেও বন্যা যেন পিসিবির জন্য আশীর্বাদ। আজ জিম্বাবুয়ে কাল আরেক দেশ, এমনি করেই যদি দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অধিকারটা আবার ফিরে পাওয়া যায়!
জিম্বাবুয়ে আসতে চাইছে নিজে থেকেই। এদিকে বন্যার্তদের সাহায্যার্থে ভারতের সঙ্গে প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চাইছে পিসিবি।

No comments

Powered by Blogger.