পাকিস্তানে বন্যার্তদের সাহায্যে হাত বাড়াল নিউজিল্যান্ড ক্রিকেট

জিম্বাবুয়ের পর এবার পাকিস্তানের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বন্যার্তদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য পাকিস্তানে একটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা।
আজ রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র নাদিম সারওয়ার বলেছেন, ‘আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা ই-মেইল পেয়েছি। তারা বন্যার্তদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য পাকিস্তানে একটা সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।’ এর আগে জিম্বাবুয়েও পাকিস্তানে একটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল।
গত বছর মার্চে পাকিস্তান সফরে এসে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর থেকেই বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হচ্ছে পাকিস্তানের হোম সিরিজগুলো। এবার বন্যার্তদের সহায়তার সুযোগে আবার হয়তো পাকিস্তানে চালু হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

No comments

Powered by Blogger.