জয়ে শুরু ব্রাজিলের

প্রথম আট মিনিটেই চারটি আক্রমণ। কিন্তু সবই নিষ্ফলা। শুধু এই আট মিনিটই নয়, ম্যাচের প্রায় পুরোটাই ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত করে গেছে উত্তর কোরিয়া। অবশেষে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের সামনের জট খুলে ফেললেন মাইকন। ৭২ মিনিটে স্কোর লাইনটাকে ২-০ বানিয়ে দিয়েছেন এলানো। ৮৯ মিনিটে জি উন-নাম শোধ করে দেন একটি গোল। ২-১-এ জয় নিয়ে ষষ্ঠ শিরোপার মিশন শুরু করেছে ব্রাজিল।
৪৪ বছর পর বিশ্বকাপে খেলতে যাওয়া ‘অচেনা’ উত্তর কোরিয়া ঘাবড়ে দিয়েছিল ব্রাজিলকে। ডাগ-আউটে দাঁড়িয়ে থাকা কোচ কার্লোস দুঙ্গার কপালে ভাঁজ ছিল স্পষ্ট। তবে ব্রাজিল শুরু থেকেই আক্রমণ চালিয়ে গেছে। যথাসাধ্য চেষ্টা করেছে গোলের। অবশেষে ৫৫ মিনিটে ইন্টার মিলান ডিফেন্ডার মাইকনের পায়ে প্রথম গোল। ১৭ মিনিট পর মিডফিল্ডার এলানোর দ্বিতীয় গোল। কিন্তু ব্রাজিলিয়ানদের উত্সবে দুশ্চিন্তার ছায়া এনে দেন কোরিয়ান ডিফেন্ডার জি। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন নয়, যে অঘটনের জন্য বিখ্যাত হয়ে আছে উত্তর কোরিয়া।

No comments

Powered by Blogger.