ইতিহাসের হাতছানি দেখছে ঘানা

১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুন, ২০০২ বিশ্বকাপে সেনেগাল—এত দিন বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্য ছিল এই দুটি দেশের কোয়ার্টার ফাইনালে খেলা। কাল তাদের পাশে লেখা হলো ঘানার নাম। গত বিশ্বকাপে প্রথম খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ঘানা। সেই সাফল্য ছাড়িয়ে এবার জায়গা করে নিয়েছে শেষ আটে।
দ্বিতীয় রাউন্ডে কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২-১ গোলে জয় ছিনিয়ে নিল ঘানা। অতিরিক্ত সময়ের শুরুতেই দারুণ এক শটে জয়সূচক গোলটি এনে দেন আসামোয়া জিয়ান।
৪ মিনিটে ঘানাকে এগিয়ে নেন কেভিন প্রিন্স বোয়েটাং। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোলটা ফিরিয়ে দেন আগের ম্যাচের নায়ক ল্যানডন ডনোভান। কিন্তু শেষরক্ষা হলো না যুক্তরাষ্ট্রের। এই লড়াইয়ে ঘানাই হাসল শেষ হাসি। এখন উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার অপেক্ষায় ঘানা।

No comments

Powered by Blogger.