রোগীর যন্ত্রণাহীন মৃত্যুকে বৈধতা দিল জার্মান আদালত

মৃত্যু পথযাত্রী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তির ইচ্ছায় যদি তাঁর জীবন রক্ষাকারী যন্ত্রপাতি (লাইফ সাপোর্ট) বা আনুষঙ্গিক উপাদান সরিয়ে নেওয়া হয় তবে তা অপরাধের মধ্যে পড়বে না। একটি মামলার আপিল শুনানিতে জার্মানির সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট অব জাস্টিস এ আদেশ দেন।
৭০ বছর বয়সী এক মা গুরুতর অসুস্থ হলে তাঁর মেয়ে আইনজীবীর পরামর্শ অনুযায়ী খাবার সরবরাহকারী নল সরিয়ে নেন। এতে ২০০২ সালে বৃদ্ধা মা গাঢ় আচ্ছন্নতা বা কোমায় চলে যান। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসকেরা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আবার খাবার সরবরাহ নল স্থাপন করেন। এর দুই সপ্তাহ পরে হূদযন্ত্র দুর্বল হয়ে মৃত্যু হয় বৃদ্ধার।
পরে এ নিয়ে মামলা হলে নিম্ন আদালত মেয়েটির আইনজীবীকে নয় মাসের জন্য আইন পেশা থেকে স্থগিত করেন। এ রায়ের বিরুদ্ধে আইনজীবী উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত দণ্ড থেকে আইনজীবীকে বেকসুর খালাস দেন।
উল্লেখ্য, এর আগে ওই বৃদ্ধা নিজ থেকেই কৃত্রিমভাবে বেঁচে থাকতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।

No comments

Powered by Blogger.