বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণমুদ্রা নিলামে বিক্রি হয়েছে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণমুদ্রা নিলামে ৪০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ৫২ সেন্টিমিটার ব্যাসের এ মুদ্রাটির ওজন ১০০ কেজি।
অরো ডিরেক্ট নামে একজন স্প্যানিশ ব্যবসায়ী মুদ্রাটি কিনে নেন। ২০০৭ সালে কানাডায় নিখাদ সোনা দিয়ে মুদ্রাটি তৈরি হয়। পরে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণমুদ্রা হিসেবে এটি গিনেজ রেকর্ডবুকে স্থান পায়। মুদ্রাটির এক পিঠে ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের প্রতিকৃতি এবং অপর পিঠে কানাডার জাতীয় প্রতীক মেপলগাছের পাতা রয়েছে। অস্ট্রিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান আয়ুর ভন ওয়েলসবাহ মুদ্রাটির প্রকৃত মালিক ছিল। গত মে মাসে প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.