স্পেনের সাফল্যের রহস্য এই!

দাপটে গ্রুপ পর্ব পার হয়ে নকআউট রাউন্ডে বিদায়—বিশ্বকাপের স্পেন মানে তো এই! চিত্রনাট্যের ব্যতিক্রম হয়নি জার্মানিতেও। গ্রুপে দুর্দান্ত খেলে দ্বিতীয় রাউন্ডে বিদায়, হেরেছে ফ্রান্সের কাছে, যারা ধুঁকতে ধুঁকতে গ্রুপ পর্ব পার হয়েছে। তবে এর পর থেকেই অপ্রতিরোধ্য স্পেন, ইউরো জিতেছে, ছুঁয়েছে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। এই বদলে যাওয়া স্পেনের রহস্য জানতে চান? শুনুন ফার্নান্দো তোরেসের মুখে, ‘২০০৬ বিশ্বকাপে ফ্রান্স আমাদের বড় একটা শিক্ষা দিয়েছে। সবাই ওই ম্যাচে আমাদের ফেবারিট বানিয়ে দিয়েছিল। কিন্তু ফ্রান্স বিশ্বকাপ জেতা দল, ওরা বড় ম্যাচের চাপ নিতে জানে। চাপ নিতে না পেরে আমরা হারলাম। এর পর যে সমালোচনাটা হলো, তা আমাদের আরও ঐক্যবদ্ধ করল। এর পর থেকে আমরা সব জিততে থাকলাম।’

No comments

Powered by Blogger.