নাওতো কানকে সহযোগিতার অঙ্গীকার ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানকে শুভেচ্ছা জানিয়েছেন। গত শনিবার টেলিফোন করে ওবামা তাঁকে এ শুভেচ্ছা জানান। এ সময় ওবামা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে কানকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। এ ছাড়া তাঁরা উত্তর কোরিয়া, ইরানসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, ওকিনাওয়া ঘাঁটি নিয়ে বর্তমান সরকার খুবই বিব্রতকর অবস্থায় আছে। এ জন্য কান ক্ষমতা গ্রহণের পরপরই ওই সমস্যা নিরসনের ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করার অঙ্গীকার করেন। জাপানের আগের সরকার এ ইস্যুটিকে কেন্দ্র করেই পদত্যাগ করে। ওই সরকারের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জাপানের মাটি থেকে মার্কিন ঘাঁটির অপসারণ। কিন্তু এই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে হাতোইয়ামা সরকারকে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়। ওকিনাওয়া দ্বীপের অনেক অধিবাসীই মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপারে ক্ষুব্ধ। বিশেষ করে ১৯৯৫ সালে তিন মার্কিন সেনার হাতে ১২ বছরের এক জাপানি কিশোরী ধর্ষিতা হওয়ার পর থেকে মার্কিন ঘাঁটি অপসারণের ব্যাপারে জনমত জোরালো হতে থাকে।

No comments

Powered by Blogger.