বাড়িতে গাছ লাগালে গৃহকর রেয়াত

বাড়ির সামনে অন্তত একটি করে গাছ লাগালেই পাওয়া যাবে গৃহকর রেয়াত। ভারতের রাজধানী নয়াদিল্লির গাজিয়াবাদ এলাকার মানুষের জন্য এ সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন স্থানীয় মেয়র। এই গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখা হবে।
একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মেয়র দময়ন্তি গোয়াল বলেন, এমন একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। মিউনিসিপ্যাল বোর্ডসভায় এটি উত্থাপন করা হবে। পরিবেশ রক্ষায় উদ্যোগের অংশ হিসেবে মেয়রের প্রস্তাব হচ্ছে, বাড়ির সামনে কমপক্ষে ১০০ বর্গফুটের মধ্যে যারা অন্তত একটি গাছ লাগাবে, তাদের জন্য প্রতি মাসে ৫০ টাকা করে গৃহকর রেয়াত দেওয়া হবে।
মেয়র বলেন, বাড়ির বাসিন্দারা যদি গাছ না লাগায়, সে ক্ষেত্রে মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে একটি করে গাছ লাগানো হবে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তাবে বাড়ির মালিকের ওপর।

No comments

Powered by Blogger.