প্রীতি ম্যাচে আহত ১৫!

প্রীতি ম্যাচে গতকাল রোববার উত্তর কোরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নাইজেরিয়া। তবে তার চেয়েও বড় খবর, এ ম্যাচে পুলিশসহ অন্তত ১৫ জন সমর্থক আহত হয়েছে। তবে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নয়, খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক জোর করে স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে এ ঘটনার সৃষ্টি হয়। এতে অবশ্য খেলায় কোনো বিঘ্ন ঘটেনি।
প্রথমবারের মতো আফ্রিকায় বিশ্বকাপ হচ্ছে বলে কথা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দলের প্রীতি ম্যাচ চলছে, আর নাইজেরিয়ার সমর্থকেরা খেলা দেখবে না—এ কি হয়! প্রত্যক্ষদর্শী একজন পুলিশ রয়টার্সকে বলেন, ‘ম্যাচ তখন শুরু হয়ে গেছে। সমর্থকেরা ভুয়া টিকিট নিয়ে জোর করে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা চালায়। গেটের নিরাপত্তারক্ষীদের তোয়াক্কা না করে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়ে তারা। তাদের বেশির ভাগ নাইজেরিয়ার জার্সি পরিহিত ছিল। ভিড়ের চাপে নিচে পড়ে অন্তত ১৪ জন সমর্থক আহত হয়েছে। সমর্থকদের প্রবেশ ঠেকাতে গিয়ে একজন পুলিশ সদস্যও গুরুতর আহত হন।’
তবে জোহানেসবার্গ পুলিশের একজন মুখপাত্র ফক্সস্পোর্টসকে বলছেন, স্টেডিয়ামের বাইরে সমর্থকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছি। ফ্রি টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ে নাইজেরিয়ার সমর্থকেরা। টিকিট নিয়ে তারা একযোগে প্রবেশ করার চেষ্টা চালায়। এত লোকের ধাক্কায় দুর্ভাগ্যবশত গেটটি খুলে যায়।
সবুজ জার্সি পরিহিত দক্ষিণ আফ্রিকার একজন সমর্থক বলেন, ‘আমি প্রায় মরেই যাচ্ছিলাম। আমরা ভেতরে প্রবেশ করছিলাম। তখনই অসংখ্য দর্শক আমাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আহত হওয়ার পরও পুলিশ আমাদের সাহায্য করেনি।’

No comments

Powered by Blogger.