জার্মানির প্রেসিডেন্ট পদে সরকার ও বিরোধী শিবিরের প্রার্থী ঘোষণা

জার্মানির প্রেসিডেন্ট হোর্স্ট কোয়েলার পদত্যাগ করার পর যে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কাটাতে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট সরকার ও বিরোধী শিবির প্রার্থিতা ঘোষণা করেছে। ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট পদে লোয়ার স্যাক্সোনি প্রদেশের মুখ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান উলফকে মনোনয়ন দিয়েছে। কয়েক দিন ধরে এ পদে শ্রমমন্ত্রী উরসুলা ভন ডের লিয়েনের নাম শোনা যাচ্ছিল। বিরোধী শিবির সামাজিক গণতান্ত্রিক দল ও সবুজ দল ইয়াওখিম গাউককে মনোনয়ন দিয়েছে। তিনি সাবেক পূর্ব জার্মানির নাগরিক আন্দোলনের কর্মী ছিলেন।
আফগানিস্তানে জার্মান সেনাদের উপস্থিতি নিয়ে প্রেসিডেন্ট হোর্স্ট কোয়েলার গত ২২ মে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি জার্মানির পররাষ্ট্রনীতির সমালোচনা করে আফগানিস্তান যুদ্ধকে ‘অর্থনীতির লড়াই’ বলে অভিহিত করেন। এ মন্তব্যের পর প্রেসিডেন্ট কোয়েলারের ব্যাপক সমালোচনা হয়। এর জের ধরে গত সোমবার তিনি পদত্যাগ করেন।
৩০ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেডারেল কনভেনশনের প্রতিনিধিদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্টের সদস্যদের নিয়ে এ ফেডারেশন কনভেনশন গঠিত।
প্রেসিডেন্ট প্রার্থী ক্রিশ্চিয়ান উল্ফ (৫০) জার্মান রাজনীতিতে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।

No comments

Powered by Blogger.