লক্ষ্য ১৯৭ পয়েন্ট

এই মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট তোলার রেকর্ড করেছে বার্সেলোনা। দ্বিতীয় দলেরও সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড করেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ডটা স্প্যানিশ লিগকেন্দ্রিক। দুই দলের পয়েন্ট যোগ করলে সেটিও সেরা প্রতিযোগিতাগুলোর মধ্যে রেকর্ড। বার্সা-রিয়ালের মিলিত পয়েন্ট ১৯১। রোববার নিজেদের শেষ ম্যাচটি দুই দলই জিতলে হয়ে যাবে ১৯৭। ভেঙে যাবে ২০০৫-০৬ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে রিডিং ও শেফিল্ড ইউনাইটেডের যৌথভাবে তোলা ১৯৬ পয়েন্টের রেকর্ড। তবে ২৪ দলের ওই প্রতিযোগিতায় ম্যাচ ছিল ৪৬টি করে, বার্সা-রিয়ালের ম্যাচ ৩৮টি করে। রিডিং-শেফিল্ডের পরেই আছে সেল্টিক (১০৩) ও রেঞ্জার্সের (৮৫) ১৮৮, যেটি উঠেছিল ২০০১-০২ স্কটিশ প্রিমিয়ার লিগে। শেষ ম্যাচটা শিরোপানির্ধারক হয়ে দাঁড়িয়েছে বলে বার্সা-রিয়াল দুই দলই চাইছে, তাদের প্রতিদ্বন্দ্বী দলটি যেন পয়েন্ট হারায়। তবে স্প্যানিশ ফুটবলের সমর্থকেরা চাইছেন, জিতুক দুই দলই। লক্ষ্যটা যে ১৯৭ পয়েন্টের!

No comments

Powered by Blogger.