সোনিয়া ও মনমোহনের ছবিসংবলিত সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে

ভারতের ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবিযুক্ত বিভিন্ন ব্যানার বা সাইনবোর্ড জাতীয় সড়ক থেকে খুলে ফেলা হচ্ছে। সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং চাইছেন না তাঁদের ছবি দিয়ে সরকারি কোনো সাইনবোর্ড লাগানো হোক।
ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এর আগে সিদ্ধান্ত নেয়, ভারতের বিভিন্ন জাতীয় সড়কে ২৫ কিলোমিটার অন্তর সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের ছবি দিয়ে উন্নয়ন কর্মসূচির ব্যানার বা বোর্ড স্থাপন করবে। এগুলো লেখা হবে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষায়। সেই লক্ষ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে দেড় হাজার এ ধরনের সাইনবোর্ড তৈরি করে তা টানায়।
কিন্তু এটা জানার পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রী বা ইউপিএর চেয়ারপারসন কেউই চান না তাঁদের ছবি দিয়ে কোনো সরকারি সাইনবোর্ড লাগানো হোক। এরপরই সড়ক কর্তৃপক্ষ ঠিক করে, যেখানে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের ছবিসহ বোর্ড লাগানো হয়েছে তা খুলে নেওয়া হবে।

No comments

Powered by Blogger.