পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টসের জীবনাবসান

পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টস আর নেই। গত বৃহস্পতিবার জর্জিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন।
রবার্টসের পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আগামী সোমবার রবার্টসের শেষকৃত্যানুষ্ঠান হবে।
রবার্টসের মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জর্জিয়া পৌঁছেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। রবার্টসের কাজ দেখেই অনুপ্রাণিত হয়ে বন্ধু জন অ্যালেনকে সঙ্গে নিয়ে বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন গেটস।
গেটস ও অ্যালেন এক যুক্ত বিবৃতিতে রবার্টসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
হেনরি রবার্টস অলটেয়ার ৮৮০০ মডেলের একটি মাইক্রোকম্পিউটার আবিষ্কার করেন। ওই কম্পিউটারে গেটসের তৈরি প্রথম সফটওয়্যার ব্যবহার করা হয়।
রবার্টস ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে জন্মগ্রহণ করেন।

No comments

Powered by Blogger.