শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের আগে সতর্কাবস্থায় সেনারা

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর প্রায় ২০ হাজার সদস্যকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। গতকাল রোববার সে দেশের পুলিশ বাহিনীর মুখপাত্র প্রশান্থ জয়াকোডি এ কথা জানান। এসব সেনাসদস্য নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবেন।
শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্সের (সিএমইভি) কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের ভোট গ্রহণের প্রাক্কালে এ পর্যন্ত তাঁরা ৩২৫টি ছোটখাটো নির্বাচনী সহিংসতার খবর পেয়েছেন। এগুলোর মধ্যে প্রায় ৫০টি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।
প্রশান্থ জয়াকোডি বলেন, ‘ইতিমধ্যে ৬০ হাজার পুলিশসদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে নিরাপত্তা রক্ষার কাজে তাঁদের সহায়তা করতে সেনাসদস্যদেরও সতর্কাবস্থায় রাখা হয়েছে। যেসব এলাকায় সহিংসতা বেশি হয়েছে, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ তিনি জানান, ভোটকেন্দ্রের ভেতরে সেনাসদস্য মোতায়েন করা হবে না। তবে যেসব স্থানে গোলযোগ দেখা দেবে, তাঁরা সেখানে পুশিলকে সহায়তা করবেন।

No comments

Powered by Blogger.