পরমাণু কর্মসূচি নিয়ে কিসিঞ্জারের হুঁশিয়ারি আমলে নেননি ভুট্টো

ইসলামাবাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের হুঁশিয়ারি আমলে নেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো। পাকিস্তানে মার্কিন দূতাবাসের উপপ্রধান জেরাল্ড ফিউয়ারস্টেইনের বরাত দিয়ে গতকাল রোববার এ কথা জানায় সংবাদমাধ্যমগুলো।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফিউয়ারস্টেইন বলেন, ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পরমাণু অস্ত্রধারী দেশ হওয়ার ভুট্টোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কিসিঞ্জার। ১৯৭৬ সালে ভুট্টো-কিসিঞ্জারের ওই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এটা সত্যি ভুট্টো কিসিঞ্জারের সতর্কবার্তা আমলে নেননি এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছিল পাকিস্তান। ১৯৭৬ সালের আগস্টে লাহোরে কিসিঞ্জারের সঙ্গে ভুট্টোর বৈঠকের সময় আমি ছিলাম প্রটোকল অফিসার।’
ভুট্টোকে পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান রাজনীতিক হিসেবে উল্লেখ করে ফিউয়ারস্টেইন বলেন, ‘ওই সময় ভুট্টোকে রক্ষা করার জন্য সেনাপ্রধান জেনারেল জিয়াউল হকের কাছে তিনটি ক্ষমা করার অনুরোধ পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট।’
এক প্রশ্নের জবাবে ফিউয়ারস্টেইন জানান, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের আমলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাজা দেওয়ার সময় হস্তক্ষেপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

No comments

Powered by Blogger.