চট্টগ্রাম আবাহনীর জয় মুক্তিযোদ্ধার ড্র

বাংলাদেশ লিগে কাল আরও চারটি দল প্রথম পর্বের খেলা শেষ করেছে। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-বিয়ানীবাজার ম্যাচ ড্র হয়েছে (১-১)। চট্টগ্রামে স্থানীয় আবাহনী ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
চট্টগ্রাম আবাহনী জয়সূচক গোল পেয়েছে অতিরিক্ত সময়ে। রনি করেছেন ওই গোল। ৩০ গজ দূর থেকে তাঁর আচমকা শট জালে যেতেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। গোল পরিশোধের আর সময়ই পায়নি রহমতগঞ্জ।
মুক্তিযোদ্ধা-বিয়ানীবাজার ম্যাচটা ছিল একেবারেই সাদামাটা। ২২ মিনিটে বিয়ানীবাজারকে এগিয়ে নেন জুয়েল। ৬৮ মিনিটে রাসেল আনসারি মুক্তিযোদ্ধাকে ম্যাচে ফেরান। ইনজুরিগ্রস্ত-ভাঙাচোরা দল নিয়ে জিততেও পারত মুক্তিযোদ্ধা। কিন্তু জয় না পাওয়ায় মুক্তিযোদ্ধা দুষছে রেফারিকে। মুক্তিযোদ্ধার দাবি, বিয়ানীবাজারের বক্সে তাদেরই এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি।
সেটা যাই হোক, এই ড্র লিগের অবনমন এলাকায় প্রতিদ্বন্দ্বিতার আগুন ছড়িয়ে দিল। ১২ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১১। রহমতগঞ্জের পয়েন্টও ১১। চট্টগ্রাম আবাহনীর ১৪, বিয়ানীবাজারের ১২। ৭ পয়েন্ট নিয়ে শুকতারা সবার নিচে। তবে দ্বিতীয় পর্বের ১২ ম্যাচ বাকি। দুটি দল অবনমিত হবে।
মুক্তিযোদ্ধা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। শেষ তিন ম্যাচ থেকে তারা পেয়েছে ৭ পয়েন্ট। সর্বশেষ দুটি ম্যাচ তো তারা খেলল তিন বিদেশিকে বাদ দিয়েই। দ্বিতীয় পর্বে তারা পেতে পারে আগে খেলে যাওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার পলকে।
চট্টগ্রামে দুই মোহামেডানের ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে লিগের প্রথম পর্ব। এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু হবে সাড়ে চারটায়। দ্বিতীয় পর্ব শুরু ২৯ মার্চ, সূচি অনুয়ায়ী শেষ হওয়ার কথা ৮ জুন। আজ শুরু হচ্ছে বিশেষ দলবদল।

No comments

Powered by Blogger.