টেরিও ভুল করেন

খেলোয়াড়েরাও তো মানুষ। মাঠের বাইরের ঘটনাপ্রবাহের ছাপ মাঠেও কিছুটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু জন টেরিকে দেখে কে বলবে সেটা! সাবেক চেলসি সতীর্থ ওয়েইন ব্রিজের সাবেক প্রেমিকার সঙ্গে গোপন সম্পর্কের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় সুখী দাম্পত্য জীবন রীতিমতো টালমাটাল, ভেঙে খানখান ‘নিপাট ভদ্রলোক’ ভাবমূর্তিটাও। কিন্তু খেলায় এর প্রভাব কোথায়? মাঠের টেরি আরও দুর্বার, পারফরম্যান্স যেন আরও দুরন্ত। তবে বুধবার রাতে প্রমাণিত হলো টেরিও রক্তমাংসে গড়া মানুষ। ফুটবল যদিও ১১ জনের খেলা, তবুও বলা চলে টেরির জন্যই এভারটনের কাছে হারল চেলসি। টেরির ভুলেই গোল দুটি খেয়েছে তারা!
এমন নয় যে, দুটি ভুলেই প্রমাণিত হয়ে গেল মানসিকভাবে ভেঙে পড়েছেন টেরি। ফুটবলে এমন ভুল তো হতেই পারে। তবে প্রশ্ন উঠেছে ফুটবলারটির নাম টেরি বলেই। আর ব্যাপারটি যে স্রেফ ফুটবলীয় ভুলের চেয়েও একটু বেশি কিছু, সেটা বোঝা গেছে ম্যাচ শেষে রে উইলকিনসের ঘোষণায়। চেলসির সহকারী কোচ জানিয়েছেন, মানসিকভাবে একটু থিতু হওয়ার জন্য আগামী শনিবার কার্ডিফ সিটির বিপক্ষে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে বিশ্রামে থাকবেন টেরি। এমনিতে ম্যাচ শেষে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু সাম্প্রতিক বিতর্কেও টেরিকে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়া আনচেলত্তি এদিন আসেননি। তাঁর বদলে এসে উইলকিনস জানালেন টেরি বিশ্রামের ঘোষণা, ‘পুরো মৌসুমেই জন দুর্দান্ত খেলেছে। এভারটন ম্যাচে তাঁর যদি কিছু ভুল হয়ে থাকে, তবে তা খুবই সামান্য। ম্যাচ শেষে জন ও কার্লো এ নিয়ে আলোচনা করেছে। সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কার্ডিফের বিপক্ষে সে খেলবে না।’
এভারটন ম্যাচে যা হলো, তাতে আনচেলত্তির মতো কপালে ভাঁজ পড়ার কথা ফ্যাবিও ক্যাপেলোরও। অধিনায়কত্ব কেড়ে নিয়েছেন, কিন্তু এটাও বলেছেন ইংল্যান্ড রক্ষণদুর্গের সবচেয়ে বড় ভরসা এখনো টেরি। টেরি সত্যিই যদি মানসিকভাবে ভেঙে পড়েন, তাহলে তো চিন্তারই বিষয়। বিশ্বকাপেরও তো আর বেশি দেরি নেই

No comments

Powered by Blogger.