কারাতে দলকে জাইকার সংবর্ধনা

এসএ গেমসের চার সোনা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের কারাতেকে। আর সেই স্বপ্নপূরণে সঙ্গী হতে পারে জাইকাও (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)। গত পরশু এসএ গেমস কারাতে দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সে আশ্বাস পাওয়া গেছে জাইকার কাছ থেকেও।
এসএ গেমস কারাতেতে বাংলাদেশের সাফল্যের নেপথ্য কারিগর মাসায়সি কাগাওয়া। গত জুলাই থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রধান কোচ হিসেবে কাজ করছেন এই জাপানি। বাংলাদেশে আসার আগে বাংলাদেশিদের অলস বলেই জানতেন তিনি। কিন্তু বাংলাদেশের কারাতে দল কাগাওয়াকে দিল নতুন উপলব্ধি—সুযোগ পেলে এখানকার মানুষ সর্বোচ্চ উজাড় করেই ভালো কিছু করার চেষ্টা করে। বাংলাদেশে কাগাওয়ার চাকরির মেয়াদ আগামী বছরের জুলাইয়ে শেষ হবে। তবে বাংলাদেশের কারাতেকারা এই কোচকে চায় আরও দীর্ঘ মেয়াদের জন্য।
জাইকার গুলশানের অফিসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে দল ও কোচ ছাড়াও উপস্থিত ছিলেন জাইকা ও কারাতে ফেডারেশনের কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.