হাইতিতে আটক ১০ মার্কিনি শিগগিরই মুক্তি পাচ্ছেন

শিশু অপহরণ ও পাচারের অভিযোগে হাইতিতে আটক ১০ মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হচ্ছে বলে হাইতির একজন বিচারক জানিয়েছেন। তবে কবে নাগাদ তাঁরা মুুক্তি পাচ্ছেন সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া না হলেও তাড়াতাড়িই মুক্তি দেওয়া হবে বলে জনিয়েছেন। ওই মার্কিনিদের বিরুদ্ধে ইতিমধ্যে শিশু অপহরণ ও পাচারের অভিযোগের তদন্তও শুরু হয়েছে।
ওই ১০ মার্কিনি হাইতিতে ধর্মপ্রচারের কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানের এই মার্কিনিদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী।
ভূমিকম্প-বিধ্বস্ত হাইতি থেকে ৩০ শিশুকে চলতি মাসের ৪ তারিখে বাইরে পাচারের চেষ্টার অভিযোগে তাঁদের আটক করে দেশটির পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে আনা অপহরণের অভিযোগ প্রমাণিত হলে হাইতির আইনে তাঁদের কারাদণ্ড হতে পারে।

No comments

Powered by Blogger.