বিশ্ব শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

বিশ্ব শেয়ারবাজারে গতকাল বুধবার বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। মঙ্গলবার ওয়ালস্ট্রিট চাঙা হয়ে ওঠার জের ধরে পরের দিন এশিয়া ও ইউরোপের প্রধান বাজারগুলো ঊর্ধ্বমুখী হয়।
আমেরিকার কয়েকটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গত মঙ্গলবার জানিয়ে দেয়, তাদের ব্যবসার অবস্থা এখন ভালো। এ খবরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঊর্ধ্বমুখী হয়।
পরের দিন এর প্রভাব পড়ে প্রথমে এশিয়া ও পরে ইউরোপের বাজারে। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে কয়েকটির মূল্যসূচক দুই শতাংশের বেশি হারে বৃদ্ধি পায়।
জাপানের নিক্কি সূচক দশমিক ৩০ শতাংশ হারে বাড়লেও হংকংয়ের হেংসেং সূচক বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ হারে। আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ হারে।
চীনের প্রধান বাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় আড়াই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। আর অস্ট্রেলিয়ার সূচক বেড়েছে দশমিক ৯০ শতাংশ হারে।
ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট—সব কটিই ঊর্ধ্বমুখী হয়েছে।

No comments

Powered by Blogger.