অ্যামনেস্টির মহাসচিব হলেন সলিল শেঠি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হলেন সলিল শেঠি। তিনিই প্রথম ভারতীয়, যিনি আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন। তিনি সাবেক মহাসচিব বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন খানের স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘ আট বছর মহাসচিবের দায়িত্ব পালন করে আইরিন খান ৩১ ডিসেম্বর ওই পদ থেকে অবসর নেন। নতুন মহাসচিব সলিল শেঠি আগামী জুন মাসে অ্যামনেস্টির দায়িত্ব নেবেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী কমিটির চেয়ারম্যান পিটার প্যাক বলেছেন, সলিল শেঠি অ্যামনেস্টির সঙ্গে যুক্ত হওয়ায় তাঁরা খুব খুশি। সলিল শেঠির মতো একজন অভিজ্ঞ ব্যক্তি এ সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে নিজেকে যুক্ত করতে পারবেন।

No comments

Powered by Blogger.