কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত

ভারতশাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের একটি হোটেলে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। গত বুধবার শ্রীনগরের প্রধান বাজার এলাকায় গ্রেনেড হামলা চালিয়ে দুই জঙ্গি ওই হোটেলে অবস্থান নিয়েছিল। জঙ্গি হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন প্রাণ হারান।
দুই জঙ্গি হোটেল ভবনে আশ্রয় নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত চারতলা ভবনটি ঘেরাও করে ফেলেন। ভবনের ভেতরে বেসামরিক লোকজন আটকা থাকতে পারে—এই আশঙ্কায় রাতে হোটেল ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালানো হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই দুই জঙ্গিকে হত্যা করেন।
রাজ্য পুলিশের প্রধান কুলদীপ খুদা জানান, বৃহস্পতিবার খুব ভোরে প্রথম জঙ্গিকে হত্যা করা হয়। এরপর দ্বিতীয় জঙ্গি ভবনে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকেও গুলি করে হত্যা করা হয়।
এর আগে রাতে দুই পক্ষের মধ্যে বিক্ষিপ্ত গোলাগুলি হয়। পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী জমিয়ত-উল-মুজাহিদিন দাবি করেছে, তারা ওই হামলার পেছনে রয়েছে।

No comments

Powered by Blogger.