ঢাকায় চার দিনব্যাপী প্রকৌশল শিল্প মেলা শুরু

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী এক প্রকৌশল শিল্পমেলা শুরু হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।
দেশ-বিদেশের ১০০টিরও বেশি কোম্পানি এ মেলায় অংশ নিয়ে নির্মাণ, প্রকৌশল, শক্তি ও বিদ্যুত্ খাতের নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এর মধ্যে ভারত, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের ২৫টি কোম্পানি রয়েছে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ), আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে শিল্পসচিব দেওয়ান জাকির হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাবুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাকারিয়া ভূঁইয়া এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক কে নন্দ গোপাল উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.