জারদারি বললেন -কাশ্মীর প্রশ্নে হাজার বছরের যুদ্ধ চালাতে প্রস্তুত পাকিস্তান

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, কাশ্মীর প্রশ্নে ভারতের সঙ্গে হাজার বছরের যুদ্ধ চালাতে প্রস্তুত আছে তাঁর দেশ। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক পরিষদ এবং কাশ্মীর কাউন্সিলের এক যৌথ অধিবেশনে ভাষণে তিনি এ কথা বলেন।
জারদারির বরাত দিয়ে দ্য ডেইলি টাইমস জানায়, এই যুদ্ধ আদর্শগত এবং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। কাশ্মীর বিতর্ক এগিয়ে নিতে গণতান্ত্রিক সরকারগুলোই মূল ভূমিকা রেখেছে বলে তিনি জানান।
পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, ‘জুলফিকার আলী ভুট্টো যখন হাজার বছরের যুদ্ধের কথা বলেছিলেন, তখন তিনি আদৌ বলেননি যে আলাপ-আলোচনার মাধ্যমেই তা চলবে।’ তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধানের সঙ্গে আঞ্চলিক শান্তির বিষয়টি অবিচ্ছেদ্যভাবে জড়িত।
জারদারি বলেন, ‘কাশ্মীরের শান্তি থেকে আঞ্চলিক শান্তি আমরা বিচ্ছিন্ন করতে পারি না। এই বিষয়টিই আমরা বিশ্বের কাছে তুলে ধরেছি এবং তা অব্যাহত থাকবে।’
কাশ্মীরকে পাকিস্তানের ‘ঘাড়ের বড় শিরা’ অভিহিত করে প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘কাশ্মীর প্রশ্নে বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় শিগগিরই আসবে।

No comments

Powered by Blogger.