শিল্পপার্ক নিয়ে চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথ কায়েসং শিল্পপার্ক নিয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গত বুধবার এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উত্তরের সীমান্তে কায়েসং শিল্পপার্কে ১১০টিরও বেশি দক্ষিণ কোরীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান রয়েছে। উত্তর কোরীয় শ্রমিকেরা এসব প্রতিষ্ঠানে রান্নার হাঁড়ি, কাপড়, জুতা ও ঘড়ি তৈরি করেন।
সম্প্রতি কারখানায় কর্মরত ৪০ হাজার শ্রমিকের বেতন এবং দক্ষিণ কোরীয় কারখানাগুলোর ভাড়া বাড়ানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এ দাবি নিয়েই দুই পক্ষে নতুন করে সমস্যা দেখা দেয়।
এক কর্মকর্তা জানান, দুই পক্ষ ১ ফেব্রুয়ারি এ বিষয়ে আরেক দফা আলোচনায় বসবে। সিউলে দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের প্রধান কিম ইউয়ং-টাক বলেন, আলোচনার এ দফায় উত্তর কোরিয়ার কাছ থেকে বাধা এসেছে।

No comments

Powered by Blogger.