ম্যারিকোর ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি গাজীপুরে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়। সভায় ২৫ শতাংশ বা প্রতি শেয়ারে ২ দশমিক ৫ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নিয়োগী সভাপতিত্ব করেন। এতে কোম্পানির পরিচালকদের মধ্যে কুনাল গুপ্ত, গোলাম মোস্তফা ও রূপালী চৌধুরী উপস্থিত ছিলেন।
দেবাশীষ নিয়োগী সভায় জানান, এ কোম্পানি ২০০৮-০৯ সালে প্রায় ৪০৬ কোটি টাকা আয় করেছে। এতে আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তিনি আরও জানান, এ বছর ম্যারিকো ৪৭ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশি।
এ সভায় হারস মারিওয়ালা, মিলিন্দ সারওয়াতে, গোলাম মোস্তফা ও রূপালী চৌধুরী পরিচালক পদ থেকে অবসর নেন এবং পুনর্নির্বাচিত হন।
পাবলিক কোম্পানি হিসেবে এটাই হচ্ছে ম্যারিকোর প্রথম বার্ষিক সাধারণ সভা।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ম্যারিকো গ্রুপের একটি অংশ। ম্যারিকোর অন্যতম ব্র্যান্ড প্যারাসুট নারকেল তেল, অ্যারোমেটিক ও ক্যামেলিয়া।

No comments

Powered by Blogger.