ইসরায়েলের প্রস্তাব বিবেচনা করছে হামাস

বন্দিবিনিময়ের ব্যাপারে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব বিবেচনা করে দেখছে হামাস। গত বুধবার হামাসের একজন মুখপাত্র এ কথা জানান। ইসরায়েলি সেনা গিলাদ শালিতের (২৩) মুক্তির বিনিময়ে কয়েক শ ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করেছে হামাস।
হামাস পরিচালিত সরকারের মুখপাত্র তাহের আল নুনু বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকালের বৈঠকের সময় ইসরায়েলের প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর করেছেন জার্মান মধ্যস্থতাকারী। তিনি আরও বলেন, হামাস প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করা হবে।

No comments

Powered by Blogger.