জেদ্দায় ভারী বর্ষণে ফের বন্যা

সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গল ও বুধবারের ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে নগরের অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্যায় আল-হারাজাত, আল-সাওয়ায়েদ ও কুয়েজাহ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরব নিউজ।
আল-সাওয়ায়েদ এলাকার বাসিন্দা বান্দার আল-সামরানি জানান, তাঁর এলাকার পথঘাট ডুবে গেছে। পানি ঢুকে গাড়ি বিকল হয়ে পড়ায় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের বাড়ি থেকে বের হতে পারছে না।
তবে নগরের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত ২৫ নভেম্বরের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে না।
নভেম্বরের শেষ দিকের ওই বন্যায় ১২০ জনের মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.