চট্টগ্রাম চেম্বারের মতবিনিময়

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ উদ্যাপন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ গত বুধবার চেম্বারের সাবেক সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় অংশগ্রহণকারীরা জানান, নতুন আত্মপ্রকাশ করা আরেকটি ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়েও সভায় আলোচনা হয়।
নগরের আগ্রাবাদ হোটেলে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতিদের মধ্যে সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, আলী আহমেদ, এস এম আবুল কালাম, ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আখতারুজ্জামান চৌধুরী বলেন, দ্বিধাবিভক্ত না হয়ে চট্টগ্রামের স্বার্থে সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলে চট্টগ্রামে ব্যাপক পর্যটন সম্ভাবনা দেখা দেবে।
সভায় এম এ লতিফ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ব্যবসায়ীদের প্রধান অভিভাবক বলে দাবি করেন।

No comments

Powered by Blogger.