লাদেনের এক মেয়ে এখন তেহরানে সৌদি দূতাবাসে!

আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের এক মেয়ে তেহরানে সৌদি দূতাবাসে অবস্থান করছেন। ওই দূতাবাসের পক্ষ থেকে তেহরান কর্তৃপক্ষকে এ তথ্য জানানো হয়েছে। সূত্র আরও জানিয়েছে, লাদেনের মেয়ে ইরান ত্যাগ করতে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহের মোত্তাকির বরাত দিয়ে গতকাল শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এ তথ্য দিয়েছে।
লাদেনের কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় ইরানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন—টাইমস পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশের এক দিন পরই পররাষ্ট্রমন্ত্রী ওই তথ্য প্রকাশ করলেন। টাইমস জানায়, ইমান (১৭) নামে লাদেনের এক মেয়ে সম্প্রতি তেহরানের সৌদি দূতাবাসে আশ্রয় নিতে যান। ইমান ইরান ত্যাগের অনুমতি চেয়ে এখন দূতাবাসেই অবস্থান করছেন।
পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি গত বৃহস্পতিবার ইরানের সরকারি টেলিভিশনকে বলেন, ‘কয়েক দিন আগে সৌদি দূতাবাস আমাদের জানায়, লাদেনের এক মেয়ে তাদের ওখানে রয়েছেন।’ মোত্তাকি আরও বলেন, ‘মেয়েটি কী করে ওই দূতাবাসে ঢুকল আর ইরানেই বা কী করে এল, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। মেয়েটির সত্যিকারের পরিচয় আমাদের জানা নেই। সত্যিকার পরিচয় পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাঁর ইরান ত্যাগে কোনো বাধা থাকবে না।’ ইরানে অবস্থানরত লাদেনের অন্য আত্মীয়দের খবরের ব্যাপারে কোনো কথা বলেননি মোত্তাকি।

No comments

Powered by Blogger.