পিয়ংইয়ং ফের পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে -দ. কোরীয় গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্য

নিজেদের ক্ষমতা জাহির করতে উত্তর কোরিয়া আগামী বছর আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে সিউলের একটি সংবাদ সংস্থা গতকাল শুক্রবার এ তথ্য জানায়।
‘দ্য কোরিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিস’-এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইউনহ্যাপের খবরে জানানো হয়, পিয়ংইয়ং পরমাণু শক্তিধর দেশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় করতে ওই পরমাণু পরীক্ষা চালাতে পারে। সেই সঙ্গে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনাও তাদের রয়েছে। কমিউনিস্ট ওই দেশটি তাদের পরমাণু অস্ত্র লাভের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে না।
পিয়ংইয়ং ২০০৬ সালে প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর গত মে মাসেও দ্বিতীয় দফা তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, দ্বিতীয় পরীক্ষাটি আগেরটির তুলনায় ছিল অন্তত পাঁচ গুণ বেশি শক্তিশালী। দেশটি তৃতীয়বার পরীক্ষায় সফল হলে তা আন্তর্জাতিক বিশ্বের কাছে পরমাণু শক্তিধর জাতি হিসেবে উত্তর কোরিয়ার স্বীকৃতি আদায়ের সম্ভাবনাও বাড়াবে।

No comments

Powered by Blogger.