জলবায়ু সম্মেলনকে ব্যর্থ হিসেবে ঘোষণা করলেন রাউল কাস্ত্রো

কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনকে ব্যর্থ হিসেবে ঘোষণা করেছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে মোকাবিলা করা যায়, এ বিষয়ে নিজস্ব পরিকল্পনা উদ্ভাবনের জন্য তিনি লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রোববার হাভানায় বামপন্থী বাণিজ্য জোট ‘বলিভারিয়ান অলটারনেটিভ ফর দ্য আমেরিকাস’-এর দুই দিনের এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাউল কাস্ত্রো বলেন, ‘যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কোপেনহেগেনে বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু ইতিমধ্যেই আমরা জেনে গেছি, সেখানে কোনো চুক্তি হচ্ছে না। তার পরিবর্তে বিশ্ব শুধু একটি রাজনৈতিক বিবৃতির জন্য অপেক্ষা করতে পারে।’ বিশ্ব জলবায়ু সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি কিউবা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজস্ব পদক্ষেপ নেওয়ার জন্য হাভানায় সমবেত হয়েছেন নয় জাতির ওই বাণিজ্য জোটের নেতারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ওই বাণিজ্য জোটটি গঠন করেন।

No comments

Powered by Blogger.