কোপেনহেগেনে আরও দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার

কোপেনহেগেনের রাস্তায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করার সময় ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ডেনিশ পুলিশ। গত রোববার তাদের গ্রেপ্তার করা হয়।
গত রোববার বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো কোপেনহেগেনের রাস্তায় মিছিল বের করে। কিন্তু অনুমোদন না থাকার কথা বলে পুলিশ বিক্ষোভ মিছিল বন্ধ করে দেয়। ওই সময় বিক্ষোভে অংশ নেওয়া অনেকের শরীর তল্লাশি করা হয়। পরে শান্তিভঙ্গের অভিযোগে বিক্ষোভকারীদের সবাইকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে থাকা একটি ট্রাকেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশ কিছু মাস্ক উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার বিশ্ব উষ্ণায়ন রোধে কঠোর চুক্তির দাবিতে কোপেনহেগেনে বিক্ষোভ দেখানোর সময় এক হাজার জনকে পুলিশ আটক করে। পরে ১৩ জন ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.