ফেদেরারের সামনে শুধু সাম্প্রাস

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা চারবার বছর শেষ করেছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। ২০০৮ সালে রজার ফেদেরারের একাধিপত্যে ছেদ পড়ে রাফায়েল নাদালের সৌজন্যে। এ বছর আবারও বর্ষশেষের এক নম্বর ফেদেরার।
পঞ্চমবারের মতো র্যাঙ্কিং-শীর্ষে থেকে বছর শেষ করে সুইস এই তারকা ছুঁয়ে ফেললেন জিমি কোনর্সকে। সামনে আছেন শুধু পিট সাম্প্রাস। সর্বোচ্চ ছয়বার (১৯৯৩-১৯৯৮) শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন এই আমেরিকান। সবচেয়ে বেশি ২৮৬ সপ্তাহ র্যাঙ্কিং-শীর্ষে থাকার রেকর্ডটিও সাম্প্রাসের। ফেদেরার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২৫৯ সপ্তাহ। সাম্প্রাসের দুটি রেকর্ডই এখন হাতছানি দিয়ে ডাকছে ফেদেরারকে।
মেয়েদের বিভাগে বর্ষশেষের র্যাংঙ্কিংয়ে শীর্ষস্থান সেরেনা উইলিয়ামসের। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই অর্জন তাঁর। সেরেনা এর আগে এক নম্বর হিসেবে বছর শেষ করেছিলেন ২০০২ সালে।

No comments

Powered by Blogger.