নেতিবাচক খবর ছাপতেই আগ্রহ বেশি অধিকাংশ সংবাদপত্রের -সম্মেলনে প্রতিভা পাতিল

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেছেন, নেতিবাচক সংবাদ ছাপতেই এখন বেশি আগ্রহ অধিকাংশসংবাদপত্রের। মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে সংবাদপত্রের সম্পাদকদের এক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, নেতিবাচক সংবাদ থেকেও সমাজের শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে। কিন্তু সমাজকে অনুপ্রাণিত করার জন্য ইতিবাচক সংবাদও প্রকাশ করা সমানভাবে জরুরি। রাষ্ট্রপতি মনে করেন, সমাজের ইতিবাচক ও নেতিবাচক খবরের ভারসাম্য রক্ষা করেই সংবাদপত্র প্রকাশ করা উচিত।
মঙ্গলবার হায়দরাবাদে শুরু হয় তিন দিনব্যাপী ৬২তম ওয়ার্ল্ড নিউজ পেপার কংগ্রেস এবং ওয়ার্ল্ড এডিটর ফোরামের ১৬তম সম্মেলন। এখানে উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রতিভা। এই সম্মেলনে ৮৭টি দেশ থেকে ৯০০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন।

No comments

Powered by Blogger.