আইফেল টাওয়ারের সিঁড়ির অংশবিশেষ নিলামে বিক্রি

ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের সিঁড়ির অংশবিশেষ নিলামে এক লাখ ২৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। সোমবার প্যারিসে ওই নিলামের আয়োজন করা হয়। একজন ফরাসি ব্যবসায়ী টাওয়ারের পেঁচানো সিঁড়ির ওই অংশটি কিনে নেন। নিলামের আয়োজন করে ‘ড্রোআউট’ নামের একটি প্রতিষ্ঠান।
লম্বায় ৭ দশমিক ৮ মিটার সিঁড়ির ওই অংশটি সিঁড়ির বড় একটি অংশের খণ্ড। ১৯৮৩ সালে আইফেল টাওয়ারের সিঁড়ির ওই বড় অংশটি সরানো হয়।
বিক্রির জন্য পরে এটিকে ২৪টি বড় টুকরো করা হয়। বিভিন্ন সময় ওই টুকরোগুলোর নিলাম ডাকা হয়।
সিঁড়ির অংশবিশেষের ক্রেতা প্যারিসের পূর্বাঞ্চলীয় ট্রয়েস শহরের একজন লোহা ব্যবসায়ী। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, সিঁড়ির ওই অংশ টুকরো টুকরো করে আবারও বিক্রি করা হবে। এ ধরনের কাজে তাঁর পূর্বাভিজ্ঞতা রয়েছে। এর আগে বার্লিন প্রাচীরের অংশবিশেষ কিনেও তিনি একই কায়দায় বিক্রি করে লাভের মুখ দেখেন। তিনি আশা করেন, এবারও সফল হবেন। তাঁর কেনা পেঁচানো ওই সিঁড়িতে ৪০টি ধাপ রয়েছে।

No comments

Powered by Blogger.