বেনজির হত্যাকাণ্ডে গঠিত জাতিসংঘ কমিশনের মেয়াদ বাড়ছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্তকারী জাতিসংঘ কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর বিষয়টি ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ কথা বলেছেন। চলতি মাসেই ওই কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
বান কি মুন বলেন, তদন্ত শেষ করতে আরও সময় লাগবে। এ জন্য কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর জন্য রাষ্ট্রদূত হেরাল্ডো মুনোজ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বেনজির হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতিসংঘ কমিশনের নেতৃত্ব দিচ্ছেন হেরাল্ডো মুনোজ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব বান কি মুন সাংবাদিকদের বলেন, ‘তদন্ত চালিয়ে যাওয়ার জন্য তাঁদের আরও সময় প্রয়োজন। আমি মনে করি, এটা যুক্তিসংগত। আরও তিন মাস সময় বাড়ানোর বিষয়টি আমি ইতিবাচকভাবে বিবেচনা করছি।’
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে নিহত হন বেনজির ভুট্টো।
এদিকে বান কি মুন বলেন, পাকিস্তানে জাতিসংঘের পাঁচ কর্মী নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাকিস্তানি জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার সর্বোত্তম উপায় কী হতে পারে, সেটা বিবেচনা করে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.