দার্জিলিংয়ে বন্ধ্ প্রত্যাহার

দার্জিলিংয়ের জনমুক্তি মোর্চা ৯৬ ঘণ্টার একটানা বন্ধ্ প্রত্যাহার করে নিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার গত বুধবার অন্ধ্র প্রদেশকে ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সোমবার সকাল থেকে শুরু করে ৯৬ ঘণ্টার বন্ধ্।
বন্ধ্ ঘোষণার পর পাহাড় থেকে পর্যটকেরা চলে যেতে শুরু করলে পাহাড়ের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেটি আঁচ করতে পেরে বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানি, সুষমা স্বরাজ, অরুণ শৌরী ও দার্জিলিংয়ের বিজেপির সাংসদ যশোবন্ত সিনহা বন্ধ্ প্রত্যাহারের আহ্বান জানান। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে জনমুক্তি মোর্চা প্রত্যাহার করে নেয় ৯৬ ঘণ্টার বন্ধ্ কর্মসূচি।

No comments

Powered by Blogger.