ক্ষুধার্ত মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশে অনশন করবেন বান

বিশ্বের ১০০ কোটি ক্ষুধার্ত মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশের লক্ষ্যে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধানের ডাকে ২৪ ঘণ্টার অনশনে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠেয় খাদ্যনিরাপত্তা সম্মেলন সামনে রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন মুখপাত্র শুক্রবার এ কথা জানিয়েছেন।
এফএওর মহাপরিচালক জ্যাক দিউফ বুধবার জানিয়েছেন, বিশ্বের ক্ষুধার্ত মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করে গতকাল শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তিনি কিছু খাবেন না এবং বিশ্বের অন্যান্য স্থানের লোকদেরও তা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে সাংবাদিকদের বলেন, মহাসচিব এ সপ্তাহান্তে ওই অনশনে যোগ দেবেন। অনশন করা অবস্থায় মুন এফএওর সম্মেলনে যোগ দিতে রোমে যাবেন।
১৬ থেকে ১৮ নভেম্বরে এফএওর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় ২০২৫ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে কোনো প্রস্তাব নেই। এতে শুধু কৃষির উন্নয়নের জন্য আরও অর্থ দেওয়ার একটি সাধারণ প্রতিশ্রুতি রয়েছে।

No comments

Powered by Blogger.