ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে পূর্ণ সমর্থন জানাবে রাশিয়া

বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সমর্থন জানাবে রাশিয়া। পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে তাতে শতভাগ পূর্ণ সমর্থন দেবে দেশটি। গতকাল শনিবার রাশিয়ার একটি শীর্ষস্থানীয় পত্রিকা এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের প্রশাসন সূত্রের বরাত দিয়ে ডেইলি কমেরসন্ত বলেছে, ‘বেশ কিছু দিন ধরে মেদভেদেভ প্রশাসনের সূত্রগুলো প্রায়ই বলে আসছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সমর্থন জানাতে রাশিয়া ১০০ ভাগ প্রস্তুত।’
পত্রিকাটির ভাষ্যমতে, ‘তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। সিঙ্গাপুরে চলমান এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক জোটের (অ্যাপেক) সম্মেলনের বাইরে আজ রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
ডেইলি কমেরসন্ত বলেছে, ‘সিঙ্গাপুরে বৈঠকে ওবামা ও মেদভেদেভ শুধু ইরানের পরমাণু কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি নিয়েই আলোচনা করবেন না। তাঁরা ইরানের বিরুদ্ধে কবে নাগাদ নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে, এ ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারেন।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া ও চীন এর আগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের ব্যাপারে গড়িমসি করে আসছিল। কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ সমর্থিত একটি প্রস্তাবের ব্যাপারে ইরান এখনো কোনো সদুত্তর না দেওয়ায় পশ্চিমা বিশ্ব অস্থির হয়ে উঠেছে।

No comments

Powered by Blogger.